টাইমস বাংলা ডেস্ক – উৎসবের মাঝেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা। প্রাণ হারালেন এক অফিসার-সহ মোট পাঁচ সেনা জওয়ান। আর এই ঘটনাকে ঘিরেই ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। উল্লেখ্য, অমিত শাহের কাশ্মীর সফরের আগে সেখানে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে। এদিন সকালেই অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ এলাকায় একটি এনকাউন্টার হয়েছিল। সেই লড়াইতে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। ঘটনায় জখম হয়েছেন একজন পুলিশকর্মীও। এছাড়া কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার হাজিন এলাকার গুন্দজাহাঙ্গিরেও জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়েছে। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে সেখানেও। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। তখনই সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গুলির লড়াইয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান মোট পাঁচ জন সেনা জওয়ান। শহিদ জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবরে, গুলির লড়াই এখনও চলছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনওভাবেই যাতে জঙ্গিরা পালিয়ে না যায়, সেদিকে নজর রেখেছে ভারতীয় সেনা।