টাইমস বাংলা ডেস্ক, দক্ষিণ দিনাজপুর- নাবালিকাকে অশালীন ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা দক্ষিণ দিনাজপুুরের বালুরঘাট থানা এলাকার কামারপাড়ার। কুকীর্তির কথা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ব্যক্তিকে গণপ্রহার করেন স্থানীয়রা। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মণীন্দ্রনাথ বর্মন। জানা গিয়েছে, নিগৃহীতা ওই ব্যাক্তির বাড়ির পাশেই থাকত। ঘটনার দিন দুপুরে ওই নাবালিকাকে নিজে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। আর তারপরই তাকে মোবাইলে অশ্লীল ভিডিও ও ছবি দেখাতে থাকে সে। পরে ওই ব্যক্তি নাবালিকাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করে। কয়েক মিনিটের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনার কথা। একজোট হয়ে অভিযুক্তের বাড়ির দিকে হানা দেন স্থানীয়রা। বেগতিক বুঝে পালানোর চেষ্টা করেন মণীন্দ্র। কিন্তু লাভ হয়নি। স্থানীয়রা তাঁকে ধরে বেদম প্রহার করেন। খবর পৌঁছয় বালুরঘাট থানায়। পুলিশ আধিকারিকরা গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোষী ব্যক্তির কঠিক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।