টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- ৩০ অক্টোবর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এখন থেকেই নিরাপত্তা নিয়ে তৎপর নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। গোসাবা, শান্তিপুর, খড়দহ, দিনহাটা – এই চার জায়গা অর্থাৎ যেখানে আগামী ৩০ তারিখ ভোট রয়েছে, সেখানকার স্পর্শকাতর এলাকায় আপাতত এরিয়া ডমিনেশনের কাজ করবেন বাহিনীর জওয়ানরা। পরে প্রয়োজনে বাড়তি বাহিনীর মোতায়েন করা হতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে, এই বাহিনীতে রয়েছেন ৮ কোম্পানি সিআরপিএফ, ৯ কোম্পানি বিএসএফ, ৫ কোম্পানি এসএসবি এবং ৫ কোম্পানি সিআইএসএফ। চারটি কেন্দ্রে ভাগ হয়ে টহলদারি চালাবেন তাঁরা। গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের ২টি কেন্দ্রে ভোটের জন্য মোট ৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোটের আগে আরও বাড়তি বাহিনী পাঠানো হয়েছিল সবরকম অশান্তি এড়াতে। এদিকে, শান্তিপুর, খড়দহ, দিনহাটা–এই তিনটিই অশান্তিপ্রবণ কেন্দ্র। কোচবিহার সীমান্ত লাগোয়া জেলা, ফলে দিনহাটার নিরাপত্তা কমিশনের বিশেষ নজরে। অন্যদিকে, অশান্ত টিটাগড়ের পাশের কেন্দ্র খড়দহ। তাই এখানেও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় কমিশন। অন্যদিকে, শান্তিপুর এলাকা এমনিতে তেমন ঝুঁকিপূর্ণ না হলেও, ভোটের সময় উত্তপ্ত হয়ে ওঠে। এবার তা এড়াতে আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাঠানো হচ্ছে।