টাইমস বাংলা ডেস্ক, রূপম রায়, নদিয়া- চার কেন্দ্রের উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল। সেই তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনকে তুলে দিয়েছে ঘাসফুল শিবির। তারকা প্রচারকের তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, রয়েছেন অভিষেক ব্যানার্জিও। পাশাপাশি সেই তালিকায় রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, পার্থ চ্যাটার্জি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারি। এরই পাশাপাশি তারকা প্রচারকের তালিকায় রয়েছেন সাংসদ সৌগত রায়, শতাব্দী রায়। সঙ্গে ‘তারকা’ বলতে যা বোঝায় সেই তালিকায় রয়েছেন টলিউডের একঝাঁক কলাকুশলীরা যাঁরা একাধারে অভিনয় এবং অন্যদিকে বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব। সাংসদ দেব, মিমি চক্রবর্তী, বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি এই তালিকায় রয়েছেন। এরই পাশাপাশি রয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি। তারকা প্রচারকের তালিকায় রয়েছেন কুণাল ঘোষও। শুক্রবার দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই তালিকা প্রকাশ করেন। তালিকা পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরেও। প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর রাজ্যের বিধানসভা কেন্দ্র শান্তিপুর, গোসাবা, দিনহাটা এবং খড়দহে উপনির্বাচন। জয়ের আশায় প্রচারে নামছে তৃণমূল।