টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা- বসিরহাটে নৃশংস ভাবে খুন করা হল তৃণমূলের দাপুটে নেতা মোফাজ্জল হক ওরফে আকু-কে। বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর বাজারে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। দুষ্কৃতীরা হামলা চালায় মোফাজ্জলের উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে মোফাজ্জলকে এলোপাথাড়ি কোপ চালানো হয় ধারালো অস্ত্রের। তারপর মৃত্যু নিশ্চিত করতে মোফাজ্জলের মাথায় ও বুকে গুলি করা হয়। জানা গিয়েছে, তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। মোফাজ্জল হক ওরফে আকু বৃহস্পতিবার রাতে বাইকে চেপে বাড়ির ফিরছিলেন। অভিযোগ, সেসময়ই দুষ্কৃতীরা তাঁর উপর পরিকল্পনামাফিক হামলা চালায়। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মোফাজ্জল। সেই সময় মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয় ওই ব্যক্তিতে। গুরুতর জখম হন ওই তৃণমূল নেতার এক সঙ্গী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় মাটিয়ায়। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালালে সেখানে পৌঁছান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় মাটিয়া থানার পুলিশকে। রক্তাক্ত অবস্থায় মোফাজ্জলকে উদ্ধার করা হয়। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। উল্লেখ্য, কয়েক বছর আগেও এই তৃণমূল নেতা দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিল। সেই যাত্রায় অবশ্য বেঁচে গিয়েছিলেন মোফাজ্জল। তবে এবার শেষ রক্ষা হল না। দুষ্কৃতীদের হাতে মৃত্যু হল তাঁর। এই ঘটনার তদন্তে নেমেছে মাটিয়া থানার পুলিশ।