টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেই আশঙ্কাই তৈরি হয়েছে। দেশ থেকে বিদায়ের পর্ব শুরু হলেও রাজ্যে মৌসুমী বায়ু এখনও সক্রিয়। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বলা হচ্ছে পুজোয় নাকি বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু তৃতীয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বঙ্গোপসাগরে পরপর তৈরি হতে থাকা নিম্নচাপই মৌসুমি বায়ুকে সক্রিয় করে রেখেছে। এই আবহে আগামী ১০ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপের প্রভাবে আগামী ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দপ্তর বলছে, চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে অষ্টমী থেকে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তরবঙ্গে তৃতীয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। তবে চতুর্থী থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।