টাইমস্ বাংলা ডেস্ক: প্রস্তুতি ছিল চূড়ান্ত পর্যায়ের। বিধি মেনে প্রচার মিটিং চলেছে। এদিকে আজ সকাল থেকেই করা নিরাপত্তার বেষ্টনীতে বেঁধে ফেলা হয়েছে ৪০ টি ওয়ার্ড বিশিষ্ট ভবানীপুর। কাল রাত থেকেই চলেছে নাকা চেকিং। আজ সকাল থেকেই খোস মেজাজে দেখা গেল মমতার ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম কে। তিনি এদিন বিভিন্ন বুথে ঘুরে তদারকি করেন। চায়ের আড্ডায় ফাঁকে তিনি শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ হচ্ছে বলেও জানান তিনি। তবে প্রাকৃতিক দুর্যোগের কথা উঠতেই ফিরহাদ কিছুটা আশঙ্কা প্রকাশ করলেন,দূর্যোগ নামলে ভোটারদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য তৎপর রয়েছে বাহিনী।
এদিকে আজ সকালে ভবানীপুর গুরুদ্বারের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল। এদিন তিনি ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনেন তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অভিযোগ খারিজ করে দিয়ে ফিরহাদ বলেন,”উনি হেরে যাবেন তাই ভয় পাচ্ছেন।” তিনি আরও বলেন,১৪৪ ধারা জারি করা হয়েছে বুথের ১০০ মিটারের মধ্যে ধর্মস্থানে নয়।
গত সপ্তাহে ১৫ কোম্পানির বাহিনী উপস্থিত হলেও রাতারাতি ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ভবানীপুরে। যে কোনো বিপদ এড়াতেই এই ব্যাবস্থা বলে জানায় নির্বাচন কমিশন। অন্যদিকে দিদির জয়ের ব্যাপারে আশাবাদী ভাই কার্তিক। তৃণমূলের অন্যান্য কর্মীদের মুখেও দিদির জয়ের কথা। এদিকে নিজের জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। তার সাফ কথা, মানুষের কাছে আমি জয়ী হবই।