টাইমস বাংলা ডেস্ক- রোহিত শেঠির সিনেমা মানেই অ্যাকশন আর রোমান্সের মেলবন্ধন। পর্দায় নায়কের সুপারম্যান হয়ে ওঠা। কিন্তু করোনা কালে বন্ধ ছিল দেশের সব সিনেমাহল। তাই রোহিত শেঠির বহু প্রতীক্ষিত ছবি ” সূর্যবংশী” র মুক্তির ডেট পিছিয়ে গিয়েছিল। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে প্রশাসন। মানুষের ভিড় হতে দেওয়া যাবে না।তাই বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের নামী বেনামী সিনেমাহল। যার জেরে কার্যত আর্থিক ক্ষেত্রে টান পড়েছিল সিনেমা হলের মালিকদের। ভারতের বিনোদন করেও ঘাটতি পড়েছিল অনেক। তবে এবার সব পরিকল্পনা সেরে স্বাস্থ্য বিধি মেনেই খুলছে মুম্বাই এর সিনেমাহল গুলি।
পরিচালক রোহিত শেঠির “সূর্যবংশী” তাই এবার রিলিজ করবে একেবারে বড়ো পর্দায়। যদিও প্রথম দিকে ছবির নির্মাতারা জানিয়েছিলেন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে “সূর্যবংশী”। কিন্তু এই সিদ্ধান্তে বেকে বসেন পরিচালক। তার ইচ্ছে অনুযায়ী দিওয়ালির আগেই দেশে মুক্তি পাবে এই বিগ ব্যানারের ছবি। ছবি মুক্তি নিয়ে অবশ্য কম জলঘোলা হয়নি। কখনো শোনা গিয়েছিল গত বছর পুজোর আগে সিনেমা হলেই দেখা যাবে “সূর্যবংশী”কিন্তু শুটিং সম্পূর্ণ না হওয়ায় সেই ডেট বাতিল করতে হয়। আবার গুঞ্জন শোনা যায়, চলতি বছরের এপ্রিলে অনলাইনে রিলিজ করবে ছবি। যদিও সব পরিকল্পনায় জল ঢেলে রোহিত স্বয়ং জানান, আগামী ২২ শে অক্টোবর সিনেমা হল খুললেই আটঘাট বেঁধে নেমে পড়বেন সিনেমা দেখাতে।
ছবিতে অক্ষয় কুমার কে দেখার জন্য অপেক্ষায় দর্শক। এছাড়াও রয়েছেন একঝাঁক তারকা। রণবীর সিং,ক্যাটরিনা কাইফ,অজয় দেবগন। ছবিটি যে দর্শকদের চাহিদা মেটাতে সমর্থ হবে তা বলাই যায়।