টাইমস বাংলা ডেস্ক- সঙ্গম মানেই একটা অন্যরকম অনুভূতি। ভালোবাসা আর ভরসায় দুটি বিপরীত লিঙ্গের মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হন। তারা দুজন দুজনকে কাছে পেতে চান। আর দুজন মানুষের মধ্যে চরম সুখের বার্তা বয়ে নিয়ে আসে এই যৌন মিলন। সেই আদিম কাল থেকে সঙ্গম কে উপভোগ করে এসেছেন মানুষ। কিন্তু যুগ বদলেছে বর্তমানে মানুষ ভীষণ ব্যস্ত। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও এখন সামলাচ্ছেন ঘর বাহির। সারাদিনের কাজের চাপের পরেও একটু রিল্যাক্স করার জন্য মানুষ বেছে নেন সেক্স কে। বাড়িতে এসে রাতের ঘুমের আগে একটু শান্তি পেতে আকুল হয়ে পড়েন মানুষ।
সেক্স নিয়ে এখন আর লজ্জা,ঘৃণার মত কোনো ট্যাবু দেখা যায় না। বরং পাশ্চাত্য দেশের মত ভারতীয়রাও সেক্স নিয়ে বেশ আগ্রহী। নারী পুরুষ নির্বিশেষে খোলামেলা আলোচনা করেন সেক্স নিয়ে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ভারতীয় পুরুষরা ২৩% সঙ্গমের সময় মেয়েদের উপর থাকতে পছন্দ করেন।প্রায় ৪০% ছেলেদের পছন্দ উইমেন অন টপ। অর্থাৎ মেয়েরা থাকবেন উপরে। শুধু ভারতীয়রাই নয় সমগ্র বিশ্বে এই পজিশন বেশ প্রচলিত। যেখানে গত ২০০৩-২০১২ সাল পর্যন্ত মেয়েদের নিচে রাখতে পছন্দ করতেন পুরুষরা সেখানে ২০১৯ সালে তা বেশ খানিকটা বেড়ে যায়।