টাইমস বাংলা ডেস্ক- ১৭ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। তার আগে থেকে নানা জল্পনা, চর্চা চলছে। এর মাঝেই আইপিএলের হাত ধরে ক্রিকেটকে ঘিরে উন্মাদনা রয়েছে। তার উপর আবার ক্রিকেটের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যান্থেম প্রকাশ করল আইসিসি। যেটা বিশ্বকাপের উত্তেজনাকে দ্বিগুণ করে দিয়েছে। শুনে নিন কেমন হল টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যান্থেম। গানটির নাম ‘লিভ দ্য গেম’। এই গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড চরিত্র নিয়ে করা। বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুনের অবতারেই দেখানো হয়েছে।
২৪ অক্টেবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। পাকিস্তান ছাড়া ৩১ অক্টোবর নিউজিল্যান্ড ম্যাচ খেলবে বিরাট কোহলি ব্রিগেডের। ৩ নভেম্বর আবু ধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্য়াচ রয়েছে।
এ বার বিশ্বকাপে বিরাট কোহলি শেষ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন। বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। স্বাভাবিক ভাবেই কোহলি চাইবেন, দলকে সফল করেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে। এখন দেখার, ভারতকে কতটা সাফল্য এনে দিতে পারেন কোহলি!
🎵 Let the world know,
This is your show 🎵Come #LiveTheGame and groove to the #T20WorldCup anthem 💃🕺 pic.twitter.com/KKQTkxd3qw
— ICC (@ICC) September 23, 2021