টাইমস বাংলা ডেস্ক, কলকাতা-তাকে নিয়ে চর্চার শেষ নেই। যুব সমাজ থেকে বেশি বয়স্ক লোক সকলের কাছেই মদন মিত্র একটা বিশেষ নাম। কোনো রাজনৈতিক দলভেদে নয় মানুষ তাকে ভালবাসেন তার ব্যবহার আর রঙচঙে জীবন যাপনের জন্য। জানা গিয়েছে পরিচালক রাজা চন্দ ইতিমধ্যে মদন বাবুকে নিয়ে তৈরি করতে চলেছেন তার বায়োপিক।
তবে একটি নয় জোড়া বায়োপিক তৈরি হবে মদন মিত্রের। পরিচালক রাজর্ষি দে নির্মিত ছবির নাম এখনও ঠিক না হলেও ছবির নায়কের ভুমিকায় রয়্যাল এনফিল্ড চালিয়ে স্পেশাল এন্ট্রি নিলেন বাস্তবের মদন। এদিন তিনি রসিকতা করে বললেন, সিনেমায় আসল হিরো না থাকলে কি হয়? এই ছবিতে মদনের একটি গান রেকর্ড হয়েছে , “ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া ”
নিজের জীবন নিয়ে তৈরি ছবি নিয়ে স্বভাবতই উচ্ছসিত প্রাক্তন পরিবহন মন্ত্রী। এমনিতেই তিনি সাজুগুজু করে থাকতে পছন্দ করেন এখন স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন। তার উপর একসাথে দু দুটো ছবি মদন মিত্রের মেজাজটাই রাজকীয়।