টাইমস বাংলা ডেস্ক- বছরের পর বছর চেষ্টা করেও সন্তানের মুখ দেখতে পারছেন না দম্পতিরা। অথচ একটি সংসার অসম্পূর্ণ থেকে সন্তানের অভাবে। সমাজের চাপ তো বটেই তার সঙ্গে নিজেদের মানসিক শান্তির জন্য প্রয়োজন একটা সন্তান।
সম্প্রতি সন্তান চেয়েও সন্তান লাভে অপারগ ব্যাক্তিদের উপর পরীক্ষা চালায় কলকাতা বিশ্ববিদ্যালয়। তারা জানাচ্ছে পুরুষের অতিরিক্ত মদ্যপান,সিগারেটের নেশা সব কিছুই তাদের সন্তান লাভের অন্তরায়।
এছাড়া অতিরিক্ত স্ট্রেসের জন্য চা,কফি, ফাস্ট ফুড প্রভৃতিকে দায়ী করেছেন গবেষকরা। প্রতি মিলিমিটারের শুক্রাণুর সংখ্যা দেড় কোটির কম হলেই বন্ধাত্ব দেখা যায়। আমেরিকার মলিকিউলার জেনেটিক্স অ্যান্ড জেনমিক্স মেডিসিনে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে পুরুষের বন্ধাত্বের বেশিরভাগটাই ঘটে মদ্যপানের কারণে। মানসিক চাপ,স্ট্রেস,কাজের চাপ ছাড়াও অনিয়ন্ত্রিত জীবন যাপন এই অবস্থার জন্য দায়ী। গবেষণায় মহিলারা নন পুরুষরাই এই সন্তান উৎপাদনের অক্ষমতার জন্য দোষী বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা।