টাইমস বাংলা ডেস্ক – উত্তরপ্রদেশের আলিনগরের গান্ধীনগরে পশ্চিমবাংলার পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। উল্লেখ্য কয়েকজন পুলিশকর্মীর মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। যোগী রাজ্যের পুলিশরা বাংলার পুলিশের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ উঠেছে। ওদিকে বিজেপি দাবি করেছে বাংলায় বিজেপিকে অপমান করা হলে চুপ করে থাকেন পুলিশকর্মীরা।
২০১৭ সালে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরচ্ছেদ করার বিনিময়ে ১১ লক্ষ টাকা দেওয়া হবে বলে বলতে সোনা যায় বিজেপির যুব মোর্চার এক কর্মীকে। জনৈক কর্মীর নাম যোগেশ। যদিও এই ভিডিও আদৌ সত্য কিনা তা যাচাই করা হয়নি। এই ব্যাপারে তদন্ত করতে পশ্চিমবঙ্গের সিআইডি র প্রতিনিধি দল উত্তরপ্রদেশে যায়।ওই যুব মোর্চার বাড়িতে গেলেই শুরু হয় গন্ডগোল। মারপিট এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আলীগড় থানায় খবর পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে এসে আক্রান্তদের উদ্ধার করে।
এই ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক আখ্যা দেন পশ্চিমবঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে চোরের সরকার চলছে। সম্প্রতি যোগী রাজ্যের নকল উন্নয়নের ছবি নিয়েও তিনি কটাক্ষ করেন।করোনা কালে মৃতদেহ গঙ্গায় ভাসানো নিয়ে যোগী আদিত্যনাথের তীব্র সমালোচনা করেন। তিনি প্রতিবেশী ত্রিপুরার প্রসঙ্গ টেনে এনে বলেন,যেসব রাজ্যে বিজেপি আছে সেখানে জঙ্গলরাজ থাকবেই।
hello, how can i solve this problem with this page showing? eyeg