টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনও কাটেনি রাজ্যের বিদ্যুৎ কর্মীদের ডিএ সংক্রান্ত জট। এরইমধ্যে নতুন ঘোষণা করল হাই কোর্ট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ্য ভাতা মিলবে রাজ্যের বিদ্যুৎ কর্মীদের। বিচারপতি রাজা শেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ এই রায় ঘোষণা করেছিল। তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা। আজ শনিবার আবেদন খারিজ করে এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে।
হাই কোর্টের নির্দেশ মত ২০১৬ থেকে ‘১৯ পর্যন্ত ৩ বছরে সংস্থার কর্মীদের বকেয়া ভাতা প্রদান করার দাবি জানিয়েছে। আর এই ভাতা দিতে হবে কেন্দ্রীয় হারে। উল্লেখ্য এই বিদ্যুৎ বণ্টনকারী সংস্থাগুলি আদালতে আর্জি জানিয়েছিল অতিমারি কালে আর্থিক মন্দার জন্য ডিএ দিতে পারবে না। এই দুই বছরে তাদের কোম্পানির কোনো লাভ হয়নি বলেও জানান তারা। কিন্তু আদালত তাদের ব্যালেন্স শিট খতিয়ে দেখে,এবং তাতে উচ্চ আয়ের স্পষ্ট উল্লেখ রয়েছে বলেও জানায়। সেই মোতাবেক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ও ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন কোম্পানি পৃথক ভাবে তাদের বকেয়া মেটাতে বাধ্য।
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে বিদ্যুৎ কর্মীদের ডিএ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ও কেন্দ্রের সমান ডিএ দেওয়া হচ্ছে না তা নিয়ে জবাবদিহি করতে হয় রাজ্যকে।এর আগে ট্রাইব্যুনালে ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে এমন প্রশ্নের মুখোমুখি হয় রাজ্য। সে সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, “ডিএ কর্মচারীদের আইনত অধিকার নয়।” তবে আজকের ঘোষণা নিঃসন্দেহে উৎসবের আগে একটা বড় প্রাপ্তি বিদ্যুৎ কর্মীদের।