টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ভবানীপুরের মেয়ে তিনি। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনবার তাঁর উপর আস্থা রেখে রাজ্যের দায়িত্বভার দিয়েছেন মানুষ। কিন্তু তাই বলে ঘরের মাঠে প্রচারে নামবেন না! সামনেই ভবানীপুর কেন্দ্রের উপ নির্বাচন। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিবেয়াল ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন,কম যাচ্ছেন না সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। শত ব্যস্ততার মধ্যেও আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে দফায় দফায় প্রচার চালাবেন মমতা।শনিবার থেকে পিসির হয়ে প্রচারে নামছেন অভিষেক বন্দোপাধ্যায়। আলাদা আলাদা ওয়ার্ডে প্রচারে মাঠে নেমেছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়,দেবাশীষ কুমার ও মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো কে জেতানোর চেষ্টায় মরিয়া হয়ে ঝাপিয়ে পড়েছে দল।
২১ শে সেপ্টেম্বর প্রথম দিনেই একবালপুর থেকে প্রচার শুরু করবেন মমতা। ২২ তারিখ চেতলার অহিন্দ্র মঞ্চে দেখা মিলবে তাঁর। ২৩ শে থাকছেন চক্রবেরিয়া উত্তর ও পদ্মপুকুর রোডের মাঝে। ২৫ তারিখ কলিন রোড এবং সেক্সপিয়ার সরণিতে। ২৬ তারিখ মমতা থাকছেন নিজের পাড়ায়,হরিশ চ্যাটার্জী স্ট্রীটে। অন্যদিকে আজ কলকাতা পুরসভার ৬৯ নং ওয়ার্ডে নির্বাচনী সভা করবেন অভিষেক। এই এলাকা ভবানীপুরের অন্তর্গত না হলেও ভীড় এড়াতে কোভিড বিধিকে মান্যতা দিয়েই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে খবর।