টাইমস বাংলা ডেস্ক: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তার আগেই একে একে বিধি নিষেধ মেনে খুলে যাচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি। উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষে চালু হয়েছে ট্রেন,আলিপুর চিড়িয়াখানা খুলে গেছে চলতি সপ্তাহে। বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে রাজ্যের সব অভয়ারণ্য,বনাঞ্চল ও জাতীয় উদ্যান। সুন্দরবন বায়োস্ফিয়ার রিসার্ভ আগামী অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হবে।
১৫ ই জুন থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে রাজ্যের সব সংরক্ষিত বন, জাতীয় উদ্যান,অভয়ারণ্য। এই সময় প্রাণীদের প্রজনন কাল,তাই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সেই মত পুজোর আগেই চালু হতে চলেছে এই পর্যটন কেন্দ্রগুলি। যদিও এ বছর করোনা ভাইরাসের দাপটে কেন্দ্রগুলি খোলা নিয়ে একটা দোলাচলতা ছিল তবে এবারে রাজ্যের নির্দেশ পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে পর্যটক থেকে ব্যবসায়ীদের।
উল্লেখ্য ১৫ থেকে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ঘোষিত হয়েছে বিধি নিষেধ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্যগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল উৎসবের আবহে সংক্রমণ রুখতে। সেই মত নাইট কারফিউ,সামাজিক দূরত্ব,স্বাস্থ্যবিধি মানা সব কিছুতেই জোর দিয়েছে রাজ্য। ভ্রমন করতে হবে এইসব রীতিনীতি মেনে। তবে এই নির্দেশিকা চালু হওয়ায় জলদাপারা থেকে বেথুয়াডহরি নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারবেন।