টাইমস বাংলা ডেস্ক, কলকাতা- সপ্তাহের শুরুতেই বঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া আধিকারিকরা জানিয়েছেন,বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবেই এই অসময়ী দূর্যোগ। সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে ৪০-৬০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। আকাশে বিদ্যুতের ঝলকানি।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিনবঙ্গে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সতর্কতা রয়েছে প্রায় ২০০ মিলিমিটারের মত বৃষ্টি হতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় উড়িষ্যা ও ছত্তিশগড়ে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে। কলকাতা ও আশপাশের অঞ্চলে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কখনও রোদের দেখা মিললেও বৃষ্টির বিরাম নেই। উত্তর বঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কম। তবে কোচবিহার, জলপাইগুড়ি,মালদা সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে আবারও ভয়ের কথা শোনাচ্ছে আবহাওয়া অফিস। ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। যার জেরে পশ্চিম ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল,বুধবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে খবর। উপকূলবর্তী এলাকায় এখনই মাছ ধরতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।