টাইমস বাংলা ডেস্ক- সঙ্গীর চাহিদা অনুসারে বিভিন্ন পজিশনে সঙ্গমে লিপ্ত হন? অথচ উত্তেজনা মিটে যাওয়ার পর শরীরে থাকে আদরের চিন্হ। কেউ কেউ পছন্দ করেন রাফ সেক্স আবার কেউ সফট সেক্স। যে কোনো সঙ্গমে লাভ বাইট থাকবেই। কিন্তু এই আঁচড় কামড়ের দাগ দূর করার উপায় কি জানেন?
পাতিলেবুর রসের সঙ্গে কিছুটা মধু মিশিয়ে দাগের ওপর বুলিয়ে দিন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন খুব ভালো ফল পাবেন।
যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে মালিশ করতে পারেন দাগের উপর এতে দাগ নিরাময় হবে।
নিমপাতা বেটে তার সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে দাগের উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন এতে দাগ নির্মূল হয়ে যাবে।
আলুর রস এই দাগ দূর করতে অব্যর্থ ভূমিকা পালন করে। তাই আলুর রস লাগিয়ে রাখুন কাটা জায়গায় এতে হাতেনাতে প্রমাণ মিলবে।
ময়শ্চারাজিং লোশনের সঙ্গে কিছুটা আমন্ড অয়েল মিশিয়ে দাগের উপর প্রলেপ দিন। খুব তাড়াতাড়ি ফল মিলবে।
বরফ কিন্তু আপনার উত্তেজনার দাগ দূর করতে অত্যন্ত উপকারী ভূমিকা নেবে। তাই এইসব জায়গায় কাপড়ের মধ্যে বরফ নিয়ে কিছুক্ষণ চেপে রাখুন। চটজলদি ফল মিলবে।